সত্যের খোঁজে আমরা
নাজিমউদ্দীন স্টাফ রিপোর্টার
জ্বালানী তেলের দাম বৃদ্ধিসহ নানা ইস্যু নিয়ে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে অর্ধশতাধিক নেতাকর্মী আহত এবং রহিম নামের এক বিএনপির কর্মী নিহত হয়েছে বলে জানা গেছে।
রবিবার বেলা ১২ টায় ভোলা শহরের মাহাজনপট্রি এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে অনেক পুলিশ সদস্যরা আহত হয়েছে বলেও জানা গেছে।
আহতদের ভোলা সদর হাসপাতাল ও বরিশাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিএনপির নেতারা।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার লোকমান হেকিম।
এদিকে পুলিশ বিএনপির সংঘর্ষের বিষয়ে আজ দুপুর ২ টায় সংবাদ সম্মেলন ডেকেছে জেলা বিএনপি।