ভোলা প্রতিনিধি।
ভোলা সদর খলিল প্রকাশে মুরুব্বিদের সামনে বসে অফিসে সিগারেট খাওয়ায় একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, ভোলা ভুমি অফিসের সার্ভেয়ার খলিলের চেয়ারের পাশে দুইজন দাড়িয়ে থাকা এবং সামনে বসা মুরুব্বিদের সামনে প্রকাশে ধুমপান করছেন।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সফিক খান নামের এক সংবাদকর্মী পোষ্ট করলে মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক ইয়াছিনুল ঈমন লিখছেন অফিস কক্ষে ধুমপান বা চমৎকার।
মীর রনি লিখছে, সঠিক আইন থাকলে এমন হতো না।
শান্ত নামের একজনে লিখছেন মুরুব্বিদের পাশে বসে সিগারেট খায় আবার অফিস কক্ষে এটা কেমন কর্মকতা?
অনিক আহমেদ লিখেছে এই খলিল তো ভোলার প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
এই বিষয়ে সার্ভেয়ার খলিল এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
এই বিষয়ে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি সুজা উদ্দিন বলেন বিষয়টি আমি দেখতেছি।