বাহাদুর চৌধুরী।
ভোলা জেলা বিএনপি'র পূর্ণঙ্গ আহবায়ক কমিটি
ঘোষণা করায় বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও যুবদলের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জনতার উদ্দেশ্য বলেন,,,,,,,১৯৭১সালে জাতির ক্রান্তিলগ্নে, যেমন মেজর জিয়ার বিকল্প ছিলনা, আজও তারেক জিয়ার বিকল্প নাই, এই কথাটা যত তারাতাড়ি বুঝতে পারবেন ততই জাতির জন্য মঙ্গল
তারেক রহমানের নেত্রীত্বে বিএনপি যেইকোন সময়ের তুলনায় সঠিক এবং গনতান্ত্রিক পথে আছে, বিভাগীয় সমাবেশ দিয়ে নেত্রীত্বের নতুন ইতিহাস তৈরি করেছেন তারেক জিয়া, যারা তারেক রহমানের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে, তাদের নিজেদের যোগ্যতার অভাব রয়েছে,
১৯৭৫ সালে শেখ মজিবের হত্যা করা গনতন্ত্র ফিরিয়ে দিয়েছিল মেজর জিয়া, শেখ হাসিনার হত্যা করা গনতন্ত্র, তারেক জিয়ার নেত্রীত্বে ফিরে আসবে ইনশাআল্লাহ।
নেতা হতে যেমন যোগ্যতা লাগে নেতা চিনতেও যোগ্যতা লাগে, হাসিনাকে চিনতে ভুল করেছে আমাদের সেনাবাহিনী, আর তার চেয়ে বড় ভুল করেছে, হাসিনার মিথ্যাচারে বিভ্রান্ত হয়ে তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, সেই ভুলের খেসারত দিতে হচ্ছে সমস্ত জাতিকে,
যেমন
১)পিলখানা সেনাহত্যা,
২)ব্যাংকের রিজার্ভ চুরি,
৩)বাংলাদেশের বিচার বিভাগ সহ সাংবিধানিক প্রতিটি সেক্টর ধ্বংস করেছে,
৪)চড়া সুদে ঋণের টাকায় অপরিকল্পিত উন্নয়ন আর পরিকল্পিত দুর্নীতির মাধ্যমে, লক্ষ্য কোটি টাকা বিদেশে পাচার,
৫) দেশের শিক্ষা ব্যাবস্থা এবং শিক্ষার পরিবেশ ধ্বংস করা,
৬)মাথাপিছু ঋণের বোঝা ৬হাজার টাকা থেকে ১লক্ষ্য ৬হাজার টাকা অতিক্রম করা,
৭) গণতান্ত্রিক ভোটের অধিকার হরণ, এইগুলা সবই সেই ভুলের খেসারত।,
বর্তমান সরকারের রাজনৈতিক নেতাদের ক্ষমতার লোভ, আর অযোগ্য নেত্রীত্বে, দেশ আজ মহাসংকটে, সংবিধানিক প্রতিটি সেক্টর ধ্বংসের দ্বারপ্রান্তে, বিপদগামী শেখ হাসিনা নিজে এবং তার অনুসারীরা ক্ষমতার জন্য দেশ এবং জনগণের যেইকোন ক্ষতি করতে পারে। তাই সারা বাংলাদেশের বিএনপির নেতা কর্মী সবাই সজাগ থাকতে হবে।