দৈনিক সত্যের খোঁজে আমরা
মোঃ বাবুল রানা:
ভোলা জেলা আওয়ামী লীগের ঘুইংগার হাট আঞ্চলিক অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার রাত ৯ ঘটিকায় ভোলা জেলা আওয়ামী লীগের ঘুইংগার হাট আঞ্চলিক অফিসে ফয়সাল গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন, আমির হোসেন কামাল, প্রধান অতিথি ছিলেন, লিয়াকত হোসেন মুনসুর, বিশেষ অতিথি ছিলেন জিএম ভুট্টু, আরো উপস্থিত ছিলেন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
আলোচনা সভায় নেতৃবৃন্দরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর খুনের সাথে জড়িতরা এখনো সক্রিয়। তারা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশ তৈরি করবো এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। হত দারিদ্রতা আর দূর্ণীতির পরিবর্তে এখন বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে পৌঁচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে। এদেশের উন্নয়ন-অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না।