সত্যের খোঁজে আমরা
রুবেল ভোলা জেলা
ভাইয়ের নামে ৪ টি মামলা দেওয়া হয়েছে।
আজ তার একটি মামলার জামিন শুনানি ছিলো।বিচারক চাইলেই জামিন দিতে পারতো, কিন্তু অবৈধ সরকারের চাটুকার ম্যাজিস্ট্রেট তাকে জামিন নামঞ্জুর করে আবার কারাগারে প্রেরণ করেন…
আমরা বিচার বিভাগের নগণ্য বিচার ব্যবস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ফেরদৌস ভাই সহ সকল রাজবন্দীর মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চাই ✊
আমাদেরও কোর্ট হাজিরা ছিলো আজ। এক সাথেই হাজিরা দিলাম। খুব কাছ থেকেই দেখলাম তার মলিন চেহারা। মানসিকভাবে মোটামুটি ভালোই আছে।আমরা কিছু সময় কথা বললাম ভরসা রাখতে বললাম। চুপ করে তাকিয়ে রইলাম। কথা বলার সুযোগ ছিল কিন্তু বলার ভাষা ছিলো না….
( আর 'ধন্যবাদ' জানাই নোমান কাকা কে( সাবেক চেয়ারম্যান ) আপনি শুরু থেকেই ওনার সাথে থেকে মানসিক ভাবে সাপোর্ট দেওয়ার জন্য )