দৈনিক সত্যের খোঁজে আমরা
কম টাকা ভোর ৫ টায় থেকে কাজ শুরু করে রাত ১২টা পযন্ত কাজ করায়। সরকারের নিষেধ থাকলেও কিছু কিছু বেকারিতে সরকারের
আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে। আইন অমান্য করে শিশুদেরকে দিয়ে কাজ করাচ্ছেন, উক্ত ব্যাপারে বনফুল বেকারি ম্যানাজার এবং মালিককে জিজ্ঞাসা করিল মালিক জানান। বোরহান
উদ্দিনের নিবার্হী কর্মকর্তা বেকারিতে কয়েক বার আসিয়াছে। কখনো শিশুদের কাজের ব্যাপারে বাধা দেন নাই। বেকারিতে সরকারের অনুমুদিত পর্যাপ্ত পরিমাণ কাগজপত্র পাওয়া যায়নি। বিভিন্ন দপ্তর থেকে কর্মকর্তারা আসিলে তাদেরকে
ম্যানেজ করে নেন বলেও জানান। গণমাধ্যমকর্মীদের কে টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা করে ব্যর্থ হন