মো: রিয়াজ মাহামুদ (জুয়েল)
স্টাফ রিপোর্টার
মাস্টাররোল কর্তিক আয়োজিত ডিলারশীপের মাধ্যমে ৪৫০ টাকায় ৩০ কেজি চাল বিতরণ করা হচ্ছে, ভোলা 2 আসনের সাবেক এমপি গরিব দুঃখী ও মেহনতি মানুষের একমাত্র আস্থাভাজন, সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য, বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অভিভাবক সমতুল্য নির্যাতিত নেতাকর্মীর আশ্রয়স্থল জনাব আলহাজ্ব হাবিজি ইব্রাহিম এর নির্দেশে চাল বিতরণ কর্মসূচি পরিচালনা করেন এতে উপস্থিত ছিলেন ভোক্তা উপজেলা অফিসার মহিউদ্দিন ও কম্পিউটার অপারেটর রাজিব হোসেন, ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত পরিচালনায় মোহাম্মদ জাবেদ বেপারী এক নং যুগ্ন আব্বায়ক উত্তেজনগর ইউনিয়ন যুবদল , বর্তমান ডিলার নূর সোলেমান, মোহাম্মদ মিজান খন্দকার উত্তর জয়নগর ইউনিয়ন যুগ্ন আহবায়ক যুবদল, মোহাম্মদ মাহফুজ সদস্য উত্তর জনগর ইউনিয়ন যুবদ, মোহাম্মদ মনির বেপারী উত্তর জয়নগর ইউনিয়ন যুবদ,