ভোলা জেলা
ভোলা
সদর উপজেলার
বেগমের নামে টাকা আত্মসাধের অভিযোগ উঠেছে।
দক্ষিণ দিঘলদী ৩ নং ওয়ার্ডে গিয়ে জানা যায় মান্নানের স্ত্রী লতা বেগম স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন কৌশলে সঞ্চয় ও ব্যুরো বাংলাদেশ সমিতির কাছ থেকে এলাকার সরল মানুষদের সাইন ওতাদের সই নিয়ে টাকা উঠেয়েপালিয়ে যান।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে লতা বেগমের বাপের বাড়ি বরিশাল মান্নানের সাথে ঢাকা পরিচয় এরই মধ্যে গড়িয়া ওঠে প্রেমের সম্পর্ক তারপর বিয়ে বিয়ে করার কিছুদিন পর মান্নান তার নিজের জন্মভূমি ভোলা জেলায় নিয়ে আসেন তার স্ত্রী লতাকে কিছুদিন কেটে যাওয়ার পর লতা অসহায় মানুষের সাথে ভালো সম্পর্ক করে তাদের কাছ থেকে বিভিন্ন কৌশলে টাকা নেন বলে জানান।
ভুক্তভোগী মোঃ বাবুল বলেন, লতা বেগম হঠাৎ করে আমার বাসায় গিয়ে আমার এবং আমার স্ত্রীর পায় ধরে তার পর আমাকেবলেন আমার স্বামী মান্নাকে বিদেশে পাঠাবো আমাকে সমিতিথেকে কিছু ঋণ নিয়ে দেন, আমি সরল মনে লতা বেগমকে দুইটা এনজিও থেকে ঋণ উত্তোলন করেদেই, বুড়ো বাংলাদেশ এবং ব্র্যাক অফিস থেকে লতা বেগম এভাবে প্রতারণা করে 5 জন লোকের নামে পাঁচটি লোনকরেন তার পর তার শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যান, কিন্তু ২ টি ঋণ আমার নামে হওয়াতেউক্ত ঋণ দুইটি আমাকেপরিশোধ করতে হচ্ছে আমি দিন এনে দিন খাই কিভাবে পরিশোধ করবো ঋণ।