(ভোলা থেকে রুবেল)
মেসার্স মায়ের দোয়া ব্রিকস্ এখানে যাবতীয় ইট ,টোক বালু, ভিটা বালু, শ্রীপুর বালু,মেঘনা বালু, ঢাকার বালু,সিলেটের চাঁদ বালু ,পাইকারি ও খচরা বিক্রয় করা হয়। এই প্রতিষ্ঠানে প্রায় 650 জন শ্রমিক কাজ করেন এবং ভুক্তভোগী আলহাজ্ব মোঃ আমির হোসেন খাঁন জানান তিনি বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুছ ও আই শৃঙ্খলা বাহিনী দৃষ্টি আকষন করছি, ভোলা ১ আসনের সাবেক সংসদ সদস্য, ব্যারিস্টার আন্দালিব রহমান (পার্থ), এর কাছে তার বিরুদ্ধে ফেক আইডির মাধ্যমে মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক প্রচার -প্রচারনা কারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানিয়েছেন। তিনি আরো বলেন আমার প্রতি হওয়া অন্যায়ের সুস্থ বিচার দাবি করছি।
রুপালী মৎস্য খামার ও হ্যাচারী, রুই কাতলা, মৃগেল, সিলভার কার্প, বিগহেড, সরপুঁটি, কমন কার্প ও দেশি শিং দেশি মাগুর,কৈ , পাঙ্গাস সহ অরজিনাল মনোসেক্স তেলপিয়ার রেনু এবং পোনা পাইকারী ও খুচরা বিক্রয় করা হয়।