শেরপুর জেলা প্রতিনিধিঃজাকিয়া পারভীন জেরিন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বৃহস্পতিবার (৯নভেম্বর)রাত তিনটার দিকে তাদের নিজ বাসা থেকে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমকে উদ্ধৃত করে শায়রুল কবির বলেন,ডিবি পুলিশ সদস্যর রাত তিনটার দিকে উত্তরার বাসায় এসে বলেছে,সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছেন।
অন্যদিকে রাত ৩টা ২০মিনিটে ঢাকার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ সদস্যরা মির্জা আাব্বাসকে আটক করে নিয়ে গেছেন বলেও জানান শায়রুল কবির।
বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালে প্রিন্স বলেন মির্জা ফখরুল ও মির্জা আাব্বাসকে ডিবি অফিসে নেওয়া হয়েছে।