আলহামদুলিল্লাহ।
আগামী ১২ ও ১৩ ই ডিসেম্বর, ২০২২ ইং তারিখে
কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে সবাই আমন্ত্রিত।
১ম দিন ( ১২ ডিসেম্বর,২০২২)
* উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কোরআন আল্লামা ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার (প্রধান মুহাদ্দিস, মদিনাতুল উলূম
কামিল মাদরাসা,তেজগাঁও,ঢাকা।)
* হযরত মাওলানা হাবিবুর রহমান আল জাযীরি সাহেব, প্রভাষক আরবী, বোরহানউদ্দিন কামিল মাদরাসা।
খতিব, দারুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ, বাস টার্মিনাল, ভোলা।
* হযরত মাওলানা ইব্রাহিম খলিল
প্রভাষক আরবী, জয়নগর ইসলামিয়া ফাজিল মাদরাসা
খতিব, মোহাম্মদীয়া জামে মসজিদ, দক্ষিণ বালিয়া, ভোলা।
২য় দিন ( ১৩ ডিসেম্বর,২০২২)
`