ময়মনসিংহের তারাকান্দায় প্রাইভেট কারের ধাক্কায় সিএনজির চালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার

ময়মনসিংহের তারাকান্দায় প্রাইভেট কারের ধাক্কায় সিএনজির চালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার

(২০ সেপ্টেম্বর) ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের তালদিঘী পশ্চিমপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে, যে প্রাইভেটকারটি সিএনজিকে ধাক্কা দিয়েছে তা অত্যন্ত রহস্যজনক বলে মনে হচ্ছে। তা ভিডিও দেখেই বুঝা যায়। প্রাইভেটকারটি সিএনজিকে ওভারটেক করতে গেলে তার ডাইনে যথেষ্ট পরিমাণ জায়গা ছিল। তাহলে কিভাবে সিএনজিকে ধাক্কা মেরে দিল এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে??

অপরদিকে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিওটি কে করেছে এটাও ভাবার বিষয়। স্থানীয় সহ জনমনের প্রশ্ন এই দুর্ঘটনার সঠিক তদন্ত প্রয়োজন।

দুর্ঘটনায় নিহতরা হলেন তারাকান্দা রামচন্দ্রপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে সিএনজিচালক রউফ মিয়া ও ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামের রজব আলীর ছেলে সিএনজির যাত্রী রাহাত হোসেন (৩৫)।

তারাকান্দা থানা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তালদিঘী আঞ্চলিক মহাসড়কে একটি প্রাইভেট কার সামনে থাকা সিএনজিটিকে ধাক্কা দিলে উল্টে গিয়ে ঘটনাস্থলে রউফ মিয়া মারা যান।

অন্যদিকে গুরতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাহাত। এ ঘটনায় সিএনজির দুই যাত্রী তানজিলা ও তাসলিমা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *