দেখবো আজিকায়;
সহসায় নূরেরই হ্রদে শীতল হবো;
নামিয়া সেথায়।।
সিরাতের প্রেমজলে; সিক্তচলে দুলিব বিহোল;
আজি সে আরজ নিয়ে, হৃদকমলে, কাঁদি মোহনায়।।
চরনের ধূলি কবে; মাখিব হায়; চুমিবো অতল;
সাজিব নৃত্যরঙ্গে; হেরীনয়নে; জিগীর দোলনায়।।
কবে যে ফুটবে বউল; হাসবে মলয়; ঝংকারে দোদুল;
প্রিয়সীর ছোঁয়ায় প্রাণ; উদ্বেলিয়া বহিবে ধরায়।।
মুজিবের দয়ার প্রান্ত হইবে মুক্ত; কবে গো হায়;
মাহমুদ; শৈলপ্রান্ত পদানত; করবে গো প্রিয়ায়।।