সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
হায়দার দরবার শরিফে, গাজীপুর, হায়দারী দরবারের পীর ও তরিকত ফেডারেশনের সন্মানিত প্রেসিডিয়াম সদস্য জনাব আবু দাউদ সৈয়দ রাজ্জাক হায়দারির জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠিত তরিকত সম্মেলনে বাংলাদেশ তরিকত ফেডারশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, মাইজভান্ডার দরবার শরিফ সহ অন্যান্য দরবার ও দরবারের ওলাদের সাথে যারা বেয়াদবি করেছেন যুগে যুগে তাদের পতন হয়েছে। সাবেক রাষ্ট্রপতি এরশাদের পতনের ঘন্টা বেজেছিল যখন দরগাহ মাজার বিল ৯০ করে মাজার ও পীরদের বিরুদ্ধে প্রশাসন দিয়ে হয়রানি শুরু করেছিল। আজকে আমরা দেখছি সারা দেশে বিভিন্ন ভাবে দরবারিদের হয়রানি করা হচ্ছে। সুন্নি মতাদর্শের আলেম ওলামাদের ওয়াজের অনুমতি নিতে হয়রানির শীকার হতে হচ্ছে। এমন কী উগ্রপন্থি তথাকথিত আলেম শবেবরাত রাতে মসজিদে নামজ সহ ইবাদত করার চেয়ে খারপ পল্লিতে যাওয়া ভালো এই ধরনের বাজে ও উসকানি মূলক কথা বার্তা বলেছে। এই সাহস বা উসকানি কে বা কারা দিচ্ছে তাদেরকে কারা সহযোগিতা করছে তাদের পরিচয় সরকার ও প্রশাসন জানে। যেখানে তাদেরকে গ্রেফতার করার কথা সেই যায়গায় সরকার এই ব্যাপারে এখনো উদাশিন। এমনকি তাদের বিরুদ্ধে কোন থানায় কেইস নেয় নাই। এইটা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। ভবিষ্যতে যদি কোন কিছু হয় এর দায়ভার সরকারকেই নিতে হবে।
সম্মেলনে সভাপতিত্বে করেন সৈয়দ আবু দাউদ মসনবি হায়দারি, ভাইস চেয়ারম্যন, বাংলাদেশ তরিকত ফেডারেশন, প্রধান বক্তা ছিলেন আবু দাউদ রাজ্জাক হায়দারি, প্রধান পীর হায়দার দরবার শরিফ ও প্রেসিডাম মেম্বার বাংলাদেশ তরিকত ফেডারেশন। আরও বক্তব্য রাখেন মোহাম্মদ আলি ফারুকি, ভারপ্রাপ্ত মহাসচিব তরিকত ফেডারেশন, সৈয়দ মিশকাত বাকিবিল্লাহ, যুগ্ম মহাসচিব তরিকত ফেডারেশন।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, মহানগর ও জেলা নেতৃবৃন্দ।