” ঈদ উপহার পাচ্ছে
আটোয়ারী উপজেলার
ভূমিহীন ও গৃহহীন পরিবার “”
সারাদেশের ন্যায় আজ মঙ্গলবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের ব্যবস্থার মাধ্যমে ৩য় পর্যায়ের আটোয়ারী উপজেলায় নির্মিত আধা- পাকা ঘর, ২শতক জমি সহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনের পর আটোয়ারীতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম,
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবীর, কৃষি কর্মকর্তা নুরজাহান খাতুন, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উপস্থিত থেকে উপকারভোগী মোছাঃ লাকি আক্তার এর হাতে জমির সকল কাগজ পত্রের ফোল্ডার সহ চাবি হস্তান্তর করেন।