সুমন কুমার
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১১ নং আবাইপুর ইউনিয়নের হাটফাজিলপু গ্রামে আগুনে পুরে দগ্ধ বৃদ্ধা আনোয়াররা বেগম। তার বয়স হয়েছে ৯০ বছর সে হাটফাজিলপুর গ্রামের দোয়াল পাড়ায় বসবাস করে। গতোকাল ১৯.১২.২০২৩ রাত ৯ টার সময় এই ঘটনা ঘটে সে নামাজ আদায় করে ভাত রান্ধা চুলার পারে বসে আগুন ধরিয়ে হাত পা ছেকছিল মোছা আনোয়ারা বেগম (৯০)।
কখন করে তার গায়ের কাপরের সাথে আগুন ধরে যায় সে বুঝতে পারে না। পরে তার সর্বাঙ্গ পুরে গেলে তার ছেলেরা ঠিক পাই। তখন তার ছেলে দৌরে এসে কাথা দিয়ে জরিয়ে ধরে আগুন নেভাতে যায় এবং আগুন নেভানোর সময় তার ছেলেরও হাত পুরে যায়। তখন তারা ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকার রেফার্ড করে। কিন্তু টাকার অভাবে তারা ঢাকায় না নিয়ে বাড়িতে এনে সাধারণ চিকিৎসা দিচ্ছে তার ছেলেরা বলেন সবাই মিলে যদি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আমার উপকৃত হবো এবং আমার মায়ের চিকিৎসা করতে পারবো।
তার ছেলের নগদ নাম্বার
01789968956