মানবাধিকার সংগঠনের পক্ষে নবনিযুক্ত অফিসার ইনচার্জ শশীভুশন থানা কে ফুলেল শুভেচছা

মানবাধিকার সংগঠনের পক্ষে নবনিযুক্ত অফিসার ইনচার্জ শশীভুশন থানা কে ফুলেল শুভেচছা

ভোলার চরফ্যাসন উপজেলায় বৃহস্পতিবার (০৭ অক্টোবর ) দুপুর ১২ টার দিকে চরফ্যাসন উপজেলার শশীভুশন থানা নবনিযুক্ত অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটোয়ারী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন চরফ্যাসন উপজেলা ও শশীভুশন থানা কমিটির,র সদস্যরা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের চরফ্যাসন উপজেলা কমিটির চেয়ারম্যান সামসুদ্দিন হাওলাদার, শশীভুশন থানা কমিটির চেয়ারম্যান এস এম মাইনুদ্দিন ( সুজন) ডাঃ,কো-চেয়ারম্যান নাছির উদ্দিন ডঃ, সদস্য সচিব নুরনবী হাওলাদার প্রমুখ।

এ সময় শশীভুশন থানার অফিসার ইনচার্জ জনাব মিজানুর রহমান পাটোয়ারী মানবাধিকার সংগঠনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের সকল মানবিক ও সেবামূলক কাজে শশীভুশন থানার আওতাধীন পুলিশি কার্যক্রমে সকল ধরনের সহযোগিতা থাকবে বলে আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *