মানবিক দৃষ্টিকোণ থেকে দানবীর পুলিশ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান—–::(এআইজি) পুলিশ

মানবিক দৃষ্টিকোণ থেকে দানবীর পুলিশ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান—–::(এআইজি) পুলিশ

সদরদপ্তর ঢাকা।

আমি বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র হাবিবুর রহমান ( অতিরিক্ত আইজিপি) ওনার অফিসে বসেছিলাম।
হটাৎ Habibur Rahman ভাইয়ের ফোনে একটা কল আসে এবং একটা মেয়ে বলেন যে ভাইয়া আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি।

আমি একজন বেদে পরিবারের সন্তান,টাকার জন্য আমি পড়া লেখা চালিয়ে যেতে পারছি না,তাই আমাকে বাড়ি থেকে বিয়ে দেওয়ার চাপ দেওয়া হচ্ছে তখন উনি বলেন ঠিক আছে আমার অফিসে চলে এসো।এটা শুনে আমি একটা কিউরিসিটি নিয়ে অফিসে বসেই ছিলাম যে মেয়েটি আসুক দেখি কি হয়।কিছু সময় পর মেয়েটি অফিসে আসলেন এবং মেয়েটিকে ওনার সামনের চেয়ারে বসতে দিলেন।ভাই মনোযোগ দিয়ে মেয়েটির সব কথা শুনলেন।

এরপর সবকিছু যাচাই বাছাই করে, তারপর তাকে মাসে মাসে ৬০০০ টাকার ব্যবস্থা করে দিলেন।

হাবিবুর রহমান ভাই বললেন মন দিয়ে পড়া লেখা করবা আর কোন সমস্যায় পড়লে আমাকে জানাবে।

পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাড়িয়ে তারপর বিয়ে করবে এবং আমি তোমার পাশে আছি সবসময়।

নিজের চোখে এমন একটা মহানুভবতার কাজ দেখে অনেক ভাল লাগলো।
আপনাকে মন থেকে স্যালুট জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *