দৈনিক সত্যের খোঁজে আমরা
বিলকিস আক্তার রুবিঃ
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা জামিত্তা ইউনিয়ন বকচর গ্রাম ডাউটিয়া বাজারে জমি সক্রান্তের জের ধরে গত ২ রা ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ বিকাল আনুমানিক ৩.৩০ মিনিটের সময় আমজাদ বাহিনীর এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জীত হয়ে টিনশেড দোকানে মামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালাই। ভাংচুরের সংবাদ পাইয়া দোকানের মালিক আলতাফ হোসেন সহ পরিবারের লোকজন ছুটে আসে।আলতাফ ও তার পরিবারের লোকজন ভাংচুরে বাঁধা দিলে আমজাদের সন্ত্রাসী বাহিনীর এলোপাথাড়ি কুপিয়ে দুই নারী সহ পাঁচজনকে গুরুতর আহত করে বলে অভিযোগ পাওয়া গেছে।আহতরা হলেন আলতাফ হোসেন (৫০ ) আমেনা(৬০) জোবেদা(৪২) জাহিদ হাসান জয়(২৪) কামরুল হাসান (২৫) আহতদের মাথা,হাত,পা সহ শরীরের বিভিন্ন জায়গা রামদা,চাপাতি,লোহার রড,লোহার পাইপ দিয়ে আঘাত করে, গুরুতর আহত করে আমজাদ বাহিনীর সন্ত্রাসীরা। আহতদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা সরোয়ারর্দী হাসপাতালে রেফার্ড করেন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন,তাদের অবস্থা আশংকাজন। এ বিষয়ে আলতাফ হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও ৬/৭ জনকে অজ্ঞাতনামা দিয়ে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং- ০১ তারিখ ০৩/০২/২০২৩ ইং। মামলা সুত্রে জানা যায় আসামীগণ জমি সক্রান্তের জের ধরে বেআইনীভাবে জনতা বদ্ধ হয়ে দেশীও অস্ত্র সস্ত্রে সজ্জীত হয়ে বাদীর টিনশেড দোকানে অতর্কিতভাবে হামলা ও ভাংচুর চালিয়ে প্রায় বিশ হাজার টাকা ক্ষতি সাধন করে।বাদী ও তার আত্নীয় স্বজন হামলার সংবাদ পাইয়া ছুটে এসে বাঁধা দিলে আমজাদ বাহিনীর সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে দুই জন মহিলা সহ ৫ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের আবস্হা আশংকাজনক। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার এস আই মোঃ আঃ সালামের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, জমি সক্রান্তের জেরে দুই পক্ষে মারামারি হয়েছে দুই পক্ষের লোকজনই আহত হয়েছে। উভয় পক্ষ মামলা করেছে আমি দুই মামলারই তদন্তকারী কর্মকর্তা, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।