মিডিয়াবান্ধব জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি’র দ্রুত সুস্থতা কামনা করছি

মিডিয়াবান্ধব জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি’র দ্রুত সুস্থতা কামনা করছি

তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) নমুনা পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। মাহবুবউল আলম হানিফের ব্যক্তিগত সচিব মোহা. তারিক-উল-ইসলাম টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার মৃদু উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করার জন্য নমুনা জমা দিয়েছিলেন। করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় সম্পূর্ণ বিশ্রামে আছেন। তিনি দ্রুত আরোগ্যের জন্য সবার দোয়া চেয়েছেন।

সর্বশেষ চলতি বছরের ১৭ জুন করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এর আগে ২০২০ সালের ১১ নভেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন আওয়ামী লীগের এ সিনিয়র নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *