বাহাদুর চৌধুরী
বাংলাদেশের ৬৭টি কারাগরে হাজারো বন্দি রয়েছে নির্দোষ যাহা মেনে নেওয়া যায় না বললেন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ঢাকা জাতীয় শহীদ মিনারে দাঁড়িয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আতিকুর রহমান বলেন।
একটি হত্যা মামলায়, অহিদুন্নেসার ২০ বছর জেল ভোগের পর এখন তিনি নির্দোষ!
চাঁদপুরে একটি হত্যা মামলায় ২০ বছরের মতো কারাভোগ করার পর,
আদালতে নির্দোষ প্রমাণিত হয় শতবর্ষী নারী - অহিদুন্নেসা
তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পর ছাড়া পেয়েছেন কাশিমপুর হাই সিকিউরিটি মহিলা জেল থেকে।
যাহা অত্যান্ত খুবই দুঃখজনক, সরকারের কাছে এবং নির্ম আদালতের কাছে আমাদের একটাই প্রশ্ন মহিলার ২০ বছর কে ফিরিয়ে দেবে?
উক্ত সময় কমিটির যুগ্ম মহাসচিব সাংবাদিক বাহাদুর চৌধুরী বলেন,
সোনার বাংলাদেশে অহিদুন্নেসার মতো হাজারো নিরীহ মানুষকে-মিথ্যা মামলা দিয়ে প্রতিদিনই ফাঁসানো হয়, অথচ মিথ্যা মামলা কারীদের কখনো শাস্তি হয় না।
বিষয়গুলি নিয়ে আমাদের গণমাধ্যমে সংবাদ প্রচার করা হলেও সরকার খতিয়ে না দেখার কারনেই আজ অহিদুন্নেসার মতো অনেক বন্দীর একই পরিণতি।
বিস্তারিত নিউজ,সময়ের অপরাধ চক্র ক্রাইম পত্রিকা।
মোঃ অাতিকুর রহমান অাতিক