মজুরি বাড়ানোর আন্দোলনকে কেন্দ্র করে আজ বুধবার রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়কে নেমে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করছেন।
আজ সকালে রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন সড়কে লাঠিসোঁটা নিয়ে নামেন অনেক পোশাকশ্রমিক।
বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। তাঁরা মজুরি বাড়ানোর দাবি জানাচ্ছেন। শ্রমিকদের ওপর হামলার বিচার দাবি করছেন।
মিরপুর এলাকার বিভিন্ন সড়কে পোশাকশ্রমিকেরা অবস্থান নিলে যান চলাচল ব্যাহত হয়। আজ সকালে একটি বাস ভাঙচুর করতে দেখা গেছে বিক্ষুব্ধ শ্রমিকদের।
পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যদের মিরপুর এলাকায় দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে তাঁরা পোশাকশ্রমিকদের বিক্ষোভ বা সড়ক অবরোধে কোনো বাধা দেননি।