আনোয়ার হোসেন, মির্জাপুর, টাংগাইল।
টাংগাইলের মির্জাপুর রেলস্টেশনে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (৭ সেপ্টেম্বর) বুধবার সকাল আনুমানিক ১১ টার দিকে রেলস্টেশন থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ট্রেন থেকে পড়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি তার বয়স ৩৫ বছর। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। আমরা তার এই অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
স্থানীয় ও এলাকাবাসী জানায়, সকাল সাড়ে আটটার দিকে এই ট্রেনে কাটা পড়ার ঘটনা ঘটেছে। ট্রেনের নিচে পড়ে যাওয়ায় গলা কেটে যায় ও বাম হাতে গুরুতর আঘাত পান।
এব্যাপারে মির্জাপুর রেলস্টেশন মাস্টার মোঃ কামরুল হাসান বলেন, ট্রেনের যাত্রীরা আমাকে খবর দেই একজন ব্যক্তি ট্রেন থেকে পড়ে ট্রেনের নিচে চলে গেছে। পরে সে ঘটনা স্থানে গিয়ে দেখতেছেন পান গলা কাটা অবস্থায় পড়ে আছেন। পরে পুলিশকে জানালে তারা খবর পেয়ে লাশটি পুলিশ উদ্ধার করেছে। এবং পরবর্তী পদক্ষেপ রেলওয়ে পুলিশ গ্রহণ করবে ও আইনি প্রক্রিয়ার জন্য তাকে টাংগাইল পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের আত্মীয় স্বজন বা কোনো পরিচিত লোকের সন্ধান মেলেনি। যদি পরিবারের লোকজনের খুজ পাওয়া যায়, অবশ্যই লাশটি তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।