সত্যের খোঁজে আমরা
মামুন ভাইর মুক্তি সর্বপ্রথম চেয়ে ছিলেন, আমাদের প্রিয়৷ নেতা প্রিয় অভিভাবক জনাব আলহাজ্ব আবু নোমান মোঃ ছফিউল্লাহ চেয়ারম্যান দক্ষিণ দিঘলদী ইউনিয়ন (সাবেক)।
তখন তার মুক্তি চাওয়া নিয়ে অনেক সুশীল সমাজের রাজনৈতিক ব্যাক্তিরা দেখতাম সমালোচনা করতেন।
আজ দেখি সেই সব সুশীল ব্যাক্তিরা জিয়া পরিবারের আস্থাভাজন গিয়াসউদ্দিন আল মামুন ভাইর মুক্তি চায়।
দেখে ভালো লাগলো যে প্রিয় নেতা আলহাজ্ব আবু নোমান চেয়ারম্যান এর চাওয়া দেখে আজ সবাই মামুন ভাইর মুক্তি চায়।
প্রিয় নেতা বেগম খালেদা জিয়ার ও গিয়াসউদ্দিন আল মামুন ভাইর রাজ পথে থেকে মুক্তি চেয়েছেন ও তাদের মুক্তি না হওয়া পর্যন্ত রাজ পথে আন্দোলন সংগ্রাম করে মুক্তি চাইবেন।
ধন্যবাদান্তে
আলহাজ্ব আবু নোমান মোঃ ছফিউল্লাহ চেয়ারম্যান (সাবেক)
সম্মানিত সদস্য আহ্বায়ক কমিটি ভোলা জেলা বিএনপি।