অনেকে ভেবেছিলেন ছেলেটি জাতিতে সম্ভবত আফগান। নইলে ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ে আপ্লুত হয়ে ছেলেটি কেন মুজিব উর রেহমানকে জড়িয়ে ধরবে!
রোববার দিল্লিতে ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে চমকে দেয় ক্রিকেট–বিশ্বকে। বিশ্বকাপের ইতিহাসেই এটি অন্যতম সেরা অঘটন। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে আফগানিস্তানের সেই জয়ের পর মাঠের এক কোণে দাঁড়িয়ে ছিলেন মুজিব। তখন সাদা রঙের টি-শার্ট পরা ছোট এক ছেলে গিয়ে আফগান স্পিনারকে জড়িয়ে ধরে কেঁদেই দেয়। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ (টুইটার) করা এক পোস্টে সেই ছেলের পরিচয় প্রকাশ করেছেন মুজিব উর রেহমান।