প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১০:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৩, ১:২০ অপরাহ্ণ
মেঘনায় অভিযান সত্বেও বাজারে মাছের ছয়লাব এম, এ, মান্নান (দৌলতখান) ভোলা ঃ
নিষেধাজ্ঞার মধ্যে মেঘনায় অভিযান সত্বেও বাজারে অবাদে মাছ ক্রয় বিক্রয় রহস্যজনক বলে অভিযোগ উঠেছে।
আজ রবিবার, ১৯ মার্চ, মেঘনার পাড়ে এবং স্থানীয় প্রতিটি স্পট ঘুরে দেখা গেছে নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে মৎস্য ক্রয় বিক্রয়ের চিত্র।
দৌলতখানের চৌকিঘাটে শফিক নামের একজন জেলে বলেন, " সামনে রমজান থাকায় কর্মকর্তাদের পক্ষ থেকে মৎস বিক্রয়ে তেমন কোন বাঁধা নেই।" নাম প্রকাশে অনিচ্ছুক এক দাদন ব্যবসায়ী বলেন, অবৈধ চাঁদার মোহে বাজারে মাছ বিক্রয়ে নেই কোন প্রতিরোধ।
সন্ধায় উপশহর বাংলাবাজারে পুলিশ পাড়ির সামনে মাছ বাজারে ক্রয় বিক্রয়ের চিত্র যেন কেউ দেখার নেই। মৎস নিধনে নিষেধাজ্ঞার মধ্যেই এটি যেন বিক্রেতাদের অভয় আশ্রম এবং চির চেনা চিত্র। সূত্রমতে এই বাজারে ৭৫% মাছ মেঘনা থেকে আর ২৫% মাছ তেতুলিয়ার।
জানা যায়, থেমে নেই মা ইলিশ, জাটকা ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ নিধনযজ্ঞ। মেঘনায় ক্রমাগতভাবে বিলুপ্তির পথে দেশী প্রজাতির মাছ। তাই দেশী মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য দুইমাস দেশী মাছ ধরা সরকারিভাবে নিষিদ্ধ।
অপরিকল্পিতভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরা, প্রজনন কালে ডিম ওয়ালা মাছ নিধন করার ফলে বিলীন হয়ে যাচ্ছে দেশী মাছ।
এরই বিপরিতে সন্ধায় মেঘনার চকিঘাট এলাকায় ১০টি ফিশিং ট্রলার জব্দসহ এক লক্ষ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করার কথা জানিছেন দৌলতখান উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা।
এ বিষয়ে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টির দাবী জানিয়েছেন সচেতন মহল।
এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ সময়ের দাবী।
www.satyerkhojeamara.com