সূর্যোদয় আবৃত্তি সংসদ মেহেরপুর-এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৩সেপ্টেম্বার-২২) বিকাল ৪টার সময় মেহেরপুর সরকারি মহিলা কলেজের লাইব্রেরী হল রুমে "সূর্যোদয় আবৃত্তি সংসদ" সংগঠনের সভাপতি অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় আলোচনা ও স্বরচিত ও নির্বাচিত কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।
সূর্যোদয় আবৃত্তি সংসদ মেহেরপুর-এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনায় অংশ গ্রহণ করেন- মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক রফিকুল আলম, কবি মীর রওশান আলী মনা, সাংবাদিক ছড়াকার মুহাম্মদ মহসীন, সাংবাদিক ও কবি মেহের আমজাদ, সমাজ কর্মী দিলারা জাহান। স্বরচিত ও নির্বাচিত কবিতা আবৃত্তি করেন- ইশরাত জাহান, ফারজানা ইসলাম জুঁই, সাদিকুজ্জামান সেন্টু, কবি বাসরী মহন দাস, মোঃ রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, শাহিন খান, মোজাম্মেল হক প্রমুখ।