মোশারফ রুবলের স্ত্রী চৈতী ফারহানা রুপা বলেন, মাননীয় মেয়রের কাছে আমি অসম্ভবরকমের কৃতজ্ঞ। রুবেল মারা যাওয়ার পর আসলে আমার একটাই চাওয়া ছিল। আমার আর কোনো চাওয়া নেই। রুবেলকে যেন আমরা দেখতে পারি। তার শরীরটা তো ঐখানেই আছে। আমরা পুরো পরিবার মেয়রের কাছে কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ জানাতে চাই।’
একইসাথে গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চৈতি আরও বলেন, ‘মেয়র বলেছেন পারিবারিক অভিভাবক হিসেবে উনি থাকবেন সবসময়। আমরা হয়ত বিসিবিকেও পাশে পাব। আর কোনো চাওয়া নেই আসলে আমার। সবার কাছেই আমি কৃতজ্ঞ। গণমাধ্যম খবরটা মেয়রের কাছে পৌঁছে দিয়েছেন, নাহলে এটা হত না। আপনাদের কাছেও কৃতজ্ঞ।