ক্রাইম রিপোর্টস, ফুলবাড়িয়া উপজেলাধীন আছিম পাটলী ইউনিয়নে আফাজ উদিনের মেয়ে কে সাবেক স্বামী আয়নাল, নামাজ রত অবস্থায় ছুরিদিয়ে হত্যা করেন । রক্ত লাইজুকে হাসপাতালে, নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন,সাবেক স্তীকে হত্যা করার পর, পাষণ্ড খুনি ঘাতক আয়নাল সারা রাত পালিয়ে ছিল,তার বাড়ি বাঁশদীল,মোবারক আলীর ছেলে, পরের দিন ভোর সকালে ফুলবাড়ীয়া থানার পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।এবং পেরে হাজতে পেরন করেন।