পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা ওয়ার্ড -৩ (গলাচিপা-রাঙ্গাবালী-
কলাপাড়া) আসনের সদস্য পদের প্রার্থী মোসাঃ বিলকিস জাহান বিনা প্রতিদ্বন্দীতায় বেসরকারীভাবে সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন।
গতকাল ২৫ সেপ্টেম্বর রবিবার জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের কাছে প্রার্থীতা প্রত্যাহারের শেষদিনে উক্ত ওয়ার্ডের দুই মহিলা প্রার্থী ইশরাত জাহান আসমা ও হোসনেয়ারা বেগমদ্বয় তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন।
ওই সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য পদে মোসাঃ বিলকিস জাহান ব্যতীত আর কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায়, মোসাঃ বিলকিস জাহান পটুয়াখালী জেলা পরিষদের সংরক্ষিত মহিলা ওয়ার্ড- ৩ আসনে সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন।