
রিপোর্ট -সাংবাদিক বি এম শামসুর রহমান জসিম।
গতকাল ২৪শে মার্চ ২০২৫ ইং তারিখে যশোর জেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছিল। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন৷ জনাব রাশেদ খান সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ(কেন্দ্রীয় সংসদ) , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশিক ইকবাল ,খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গণঅধিকার পরিষদ , বিএনপি খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অমিত ইসলাম, বিএনপি সাধারণ সম্পাদক যশোর জেলা, সাংবাদিক ও মানবাতাবাদী বি এম শামসুর রহমান (জসিম) সভাপতি বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব এ বি এম আশিকুর রহমান সভাপতি , গণঅধিকার পরিষদ যশোর জেলা ও সঞ্চালন করেন শেখ ফরহাদ রহমান মুন্না,সাধারণ সম্পাদক যশোর জেলা গণঅধিকার পরিষদ উপস্থিত ছিলেন যশোর জেলা ও উপজেলার যুব, ছাত্র, শ্রমিক, পেশাজীবীর নেতৃত্ব বৃন্দ এছাড়া স্থানীয় বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, কবি ও সাহিত্যিক, সাংবাদিক সহ আরো অনেক গন্যমান্য অতিথি এবং গণঅধিকার পরিষদের সকল শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করবেন এবং বাংলাদেশকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। জনাব রাশেদ খান বলেন যে গণঅধিকার পরিষদকে যশোর জেলায় ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে এবং সাধারণ মানুষের সেবা করতে হবে।