তারিখ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে, জেলা প্রশাসক, যশোর মহোদয়ের সার্বিক সহযোগিতায় যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক সদর উপজেলার গোয়ালদহ বাজারে সার, ফার্মেসী ও রেস্টুরেন্টে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এসময়ে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও ওষুধ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ০৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ক্যাব সদস্য জনাব মোঃ আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে।