করে নিজের ক্ষমতার প্রদর্শন করতে চান, তারা দয়া করে সাংবাদিক নাদিমকে হত্যাকারী চেয়ারম্যান বাবুর দিকে ভালো করে তাকিয়ে থাকেন।
দুদিন আগেও এই প্রভাবশালী চেয়ারম্যানের পেছনে তার দল থেকে শুরু করে অনেক কিছুই ছিল। অথচ দুই দিনের ব্যবধানে এখন তিনি মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তাকে ও তার সন্তানকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এখন তারা সাধারণ মানুষ। ক্ষমতা পেয়ে আপনারা চারপাশটা লুটে খাবেন আর আমরা সেটা দেখে কিছু বলতে পারবো না, লিখতে পারবো না, লিখলে আবার আইসিটি অ্যাক্টে মামলা, তাতেও তৃপ্তি না পেলে করবেন হামলা অথবা হ*ত্যা সেই দিনগুলো শেষ হতে যাচ্ছে। মনে রাখবেন প্রকৃতির প্রতিশোধ অনেক শক্তিশালী। যারা প্রভাব দেখিয়ে মানুষকে মানুষ মনে করেন না তারা দয়া করে ভালো হয়ে যান। যতই টাকা দিয়ে আমাদের কিছু সহকর্মীকে পুষেন না কেন, বিশ্বাস করেন বিপদের সময় তিনিও পাল্টি মারবেন। কুল হারিয়ে ফেলবেন প্রকৃতির বিচারের কাছে। তাই আসুন চারপাশের পরিবেশটা সুন্দর করে তুলি। তাহলে অন্তত ডজন ডজন হলুদ সাংবাদিকেরও জন্ম হবে না।
কপি