যৌতুকের দাবীতে স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ মিজানের বিরুদ্ধে

যৌতুকের দাবীতে স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ মিজানের বিরুদ্ধে


মো: রুবেল ( সত্যের খোঁজে আমরা), ভোলা ঃ
যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ স্বামী মিজানের বিরুদ্ধে।
বিভিন্ন অজুহাতের সুবাদে বিয়ের পর থেকে মিজান তাঁর স্ত্রীর কাছে যৌতুক দাবী করে আসছে। টাকা দিতে না পারায় গত এক মাস পূর্বে শারীরিক নির্যাতন করে স্ত্রীকে বাপের বাড়ীতে তাড়িয়ে দেওয়ার কথাও বলছে স্ত্রীর পরিবার সূত্র।
এবিষয়ে পারিবারিকভাবে সুরাহা করার চেস্টা করেও কলহের অবসান হয়নি।
ভুক্তভোগী নারী বলেন, “আমার স্বামীর চাহিদামতো যৌতুকের ৩০,০০০/ দিতে না পারায় আমার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। বর্তমানে আমি ছেলে ও মেয়েকে নিয়ে আমার বাবার বাড়ী ভোলা সদর উপজেলাধীন দক্ষিন কোড়ালিয়া গ্রামে আছি। আমি এর বিচার দাবী করছি”।
সরেজমিনে জানাযায়, মিজান অসুস্থ, মাঝেমধ্যে তার মাথায় সমস্যা দেখা দেয়।পারিবারিকভাবে তার চিকিৎসা করা হবে এবং তার স্ত্রীকে ফিরিয়ে আনা হবে। তারা এ সংসার ভাঙ্গতে রাজি নই।
সূত্রমতে, ২০১১ সালের ১৩ আগস্টে দৌলতখান থানাধীন মধ্য জয়নগরের বাসিন্দা আবু কালামের পুত্র মিজানের সাথে নুর নাহারের বিয়ে হয়। পারিবারিকভাবে বিয়ে করেন মিজান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *