রংপুরের পীরগাছায় ২ হাজার বস্তা সার মজুদ দুই ডিলারকে জরিমানা৷

রংপুরের পীরগাছায় ২ হাজার বস্তা সার মজুদ দুই ডিলারকে জরিমানা৷

মাটি মামুনঃ

রংপুরের পীরগাছায় পৃথক অভিযানে কালোবাজারে বিক্রির উদ্দেশে অবৈধভাবে প্রায় দুই হাজার বস্তা সার মজুদের অভিযোগে এক কৃষকসহ দুই ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই দিনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় এক খুচরা বিক্রেতার জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গত সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কান্দি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিসিআইসির ডিলার হারুন অর রশিদ বাবুল অবৈধভাবে পাশের কৈকুড়ি ইউনিয়নের চৌধুরাণীর বাজারে সার মজুদ করেছেন।
এমন তথ্য পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামসুল আরেফীনের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় একটি গুদাম থেকে ৬৫৬ বস্তা ডিএপি, ২৫০ বস্তা পটাশ, ৯২ বস্তা ইউরিয়া ও ১৪৭ বস্তা টিএসপি জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত ডিলার হারুন অর রশিদ বাবুলের ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় জব্দকৃত সার কৃষকদের মাঝে বিতরণের নির্দেশ দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম। এ সময় পীরগাছা থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এদিকে পীরগাছা বাজারের বিএডিসি ডিলার মোকছেদ আলীর গুদামে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুছা নাসের চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮০০ বস্তা দানা পটাশ জব্দ করা হয়। পরে অবৈধভাবে মজুদের অভিযোগে ডিলার মোকছেদ আলীর ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *