রংপুরের মিঠাপুকুরে মাদক সম্রাট শাকিল মিয়া গ্রেফতার।

রংপুরের মিঠাপুকুরে মাদক সম্রাট শাকিল মিয়া গ্রেফতার।

জাতীয় দৈনিক সত্যের খোঁজে আমরা

মাটি মামুনঃ

রংপুরের মিঠাপুকুরে মাদক সম্রাট কুখ্যাত মাদক ব্যবসায়ী শাকিল মিয়া (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ আগস্ট ) সকালে বিষয়টি নিশ্চিত করেন মিঠাপুকুর থানার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।
১৫নং বড় হযরতপুর ইউনিয়নের আসকরপুর নিজ বাড়ী হতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাকিল মিয়া,পিতা রাজা মিয়া,গ্রাম-আসকরপুর থানা মিঠাপুকুর,জেলা রংপুর।
এসআই নাজমুল হোসাইন সহ অতিরিক্ত ফোর্স নিয়ে শুক্রবার সকালে (১০) দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আসকরপুর তার নিজ বাড়ি থেকে বিশেষ অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করেন পুলিশ।

গ্রেপ্তারকৃত শাকিল মিয়া (৪৫) দীর্ঘদিন ধরে শরীরের মধ্যে বিশেষ কায়দায় মাদক পরিবহন করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল এবং মাদক ব্যবসা করে থাকেন।

গ্রেফতারকৃত শাকিল মিয়ার বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুইটি মামলার ওয়ারেন্টের আসামী ও একাধিক মামলায় দীর্ঘ দিন যাবত পলাতক ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।

গ্রেফতারকৃত শাকিল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ওয়ারেন্ট কৃত আসামিকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *