রংপুরে অনোনুমোদিত ঔষধ ফ্যাক্টরিতে গোয়েন্দা ও জেলা প্রশাসন এর অভিযান।

রংপুরে অনোনুমোদিত ঔষধ ফ্যাক্টরিতে গোয়েন্দা ও জেলা প্রশাসন এর অভিযান।

খ্রি. ১৪.০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি)কাজী মুত্তাকী ইবনু মিনান পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আঁখি শেখ এর নেতৃত্বে ঔষধ প্রশাসন অধিদপ্তর, রংপুর এর প্রতিনিধির উপস্থিতিতে আরপিএমপি গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠান, এসআই (নিঃ) স্বপন কুমার রায়, এএসআই (নিঃ) মোঃ রাজ্জাকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি, রংপুর কোতয়ালী থানাধীন ১৪নং ওয়ার্ডস্থ দামুদরপুর বালাপাড়া ‘নিউক্লিয়াস ফার্মাসিউটিক্যালস্ (ইউনানী) রংপুর-বাংলাদেশ’ নামক আয়ুর্বেদিক ঔষধ ফ্যাক্টরীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

উক্ত প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাইকালে ফ্যাক্টরির মালিক কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেন নাই।পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে কেমিস্ট ছাড়াই ঔষধ প্রস্তুত প্রস্তকরণ,কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা না থাকা এবং নানাবিধ অব্যবস্থাপনার দায়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর,রংপুর এর প্রতিনিধির উপস্থিতিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আঁখি শেখ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঔষধ আইন ১৯৪০ এর ১৮ (অ) ও ২৭ ধারা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানের মালিক মোছাঃ আখতারুন নাহার (৪২), স্বামী- ওয়াজেদ আলী, সাং- দামুদরপুর (বালাপাড়া), থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুরকে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা,অনাদায়ে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন এবং জব্দকৃত মালামাল ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে ধ্বংস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *