জাতীয় দৈনিক সত্যের খোঁজে আমরা
মাটি মামুনঃ
বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসামি নুর ইসলামকে গ্রেফতার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। দীর্ঘ ৫ মাস ধরে তিনি ঢাকার আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকায় আত্মগোপন করে ছিলেন। গত
বুধবার (২৪ আগস্ট) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ওই এলাকা থেকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে র্যা ব।
গ্রেফতার নুর ইসলাম (২৫) বদরগঞ্জ আমলীরডাঙ্গা গ্রামের আব্দুল আজিজ ছেলে। শিশু ধর্ষণের ঘটনার পর মামলা হলে গ্রেফতার এড়াতে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যা ব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের ২৫ মার্চ বিকালে বদরগঞ্জের ফরেস্ট বাগানের কাছে একটি ভুট্টাখেতে আট বছর বয়সী এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়। ঘটনাটি স্থানীয়সহ দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়। এ ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিলো । ওই ঘটনার পর থেকে অভিযুক্ত নুর ইসলাম গ্রেফতার এড়াতে রংপুর হতে পালিয়ে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যায়।
ধর্ষণের শিকার হওয়া শিশুটির বাবা বাদী হয়ে গত ২৬ মার্চ বদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
বিষয়টি নিয়ে র্যা ব-১৩ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যা ব-১৩ ব্যাটালিয়ন রংপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-৪ এর সহায়তায় গত ২৪ আগস্ট ভোরে ঢাকা জেলার সাভারের আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার একমাত্র আসামি নুর ইসলামকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নুর ইসলাম শিশু ধর্ষণে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আসামিকে বৃহস্পতিবার সকালে বদরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করাহয়।