ভিত্তিতে সেনাবাহিনীর হাতে চক্রের চার সদস্য গ্রেফতার।
মার্চ ৩ তারিখের রাতে, স্থানীয় কিশোর গ্যাং ও দুর্বৃত্তদের একটি দল—মোঃ শুভ (১৮), মোঃ নাইম (১৯), মোঃ জিহাদ (১৮) এবং মোঃ কাদের (১৮)—রংপুর পৌর বাজার এলাকা থেকে মোঃ **** (২৫) কে অপহরণ করে। অপহরণের পর, তারা তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়, তার মোবাইল ফোন ও ঘড়ি ছিনিয়ে নেয় এবং মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করে।
ভুক্তভোগীর মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা তার আত্মীয়দের সাথে যোগাযোগ করে এবং বিকাশের মাধ্যমে ২৫,৫০০ টাকা আদায় করতে সক্ষম হয়। পুরো মুক্তিপণ না পাওয়ায়, মোঃ নাইম ও মোঃ জিহাদ ভুক্তভোগীকে যৌন নির্যাতন করে এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে। তারা হুমকি দেয় যে, বাকি টাকা না পেলে ভিডিওটি অনলাইনে ছেড়ে দেওয়া হবে। পরে, তারা ভুক্তভোগীকে ছেড়ে দেয়।
ভুক্তভোগী দ্রুত স্থানীয় থানায় ও সেনা ক্যাম্পে ঘটনার প্রতিবেদন করেন। এর প্রেক্ষিতে, ৩০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর রেফায়েত ওসমানের নেতৃত্বে পুলিশসহ একটি যৌথ টহল দল "কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন" পরিচালনা করে এবং রংপুরের সুইপার কলোনি এলাকা থেকে অপহরণকারীদের একে একে গ্রেপ্তার করে। পরবর্তীতে, তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।