মাটি মামুনঃ
রংপুরের তারাগঞ্জে প্রেমিকা মাসুদা আক্তার ধর্ষণ মামলায় মিঠুন শেখ নামের এক প্রেমিকের যাবজ্জীবন দন্ডাদেশ আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩৷
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ৩ এর বিচারক এম আলী আহমেদ এই রায় দেন।
পি পি তাজিবুর রহমান লাইজু জানান, ২০২০ সালের ৭ ডিসেম্বর রংপুরের তারাগঞ্জের দামোদর পুর কাজী পাড়া এলাকায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে ইচ্ছার বিরুদ্ধে প্রেমিকা মাসুদাকে ধর্ষণ করে প্রেমিক মিঠুন শেখ।
এই ঘটনায় তারাগঞ্জ থানায় ১১ ডিসেম্বর মামলা হয়। পুলিশ তদন্ত করে এসআই মমতাছের হাসান মাসুম চলতি বছর ২৯ শে মে চার্জশিট দেয়।
গত ৩০ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আদালত ৩ এ চার্জশিট গৃহীত হয়। সাক্ষ্য এবং জেরা শেষে বিচারক এই রায় দিলেন। রায় ৫০০০ টাকা জরিমানা অনাদায় আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয় আদালত।
পি পি লাইজু আরো জানান, এই রায়ে বাকি ৪ আসামিকে বেকসুর খালাস দেয় আদালত।
এছাড়াও বিশ্বপ্রণোদিতভাবে মামলায় ধরানোর কারণে ত খালাসপ্রাপ্ত আসামিদের উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় জড়ানোর কারণে তদন্তকারী কর্মকর্তা মমতাছের হাসান মাসুমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অবজারভেশনও দেয় আদালত।
স্বামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাকিম জানিয়েছেন, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি উচ্চ আদালতে আপিল করব আমরা।