প্রশাসনের বন্দুকের নল ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে।
সরকারের অপশাষনের বিরুদ্ধে জনগণ যখনই রূখে দাঁড়ায়, তখনই তারা দানবীয় কায়দায় পাখীর মত গুলি করে মানুষ হত্যা করে।
ভোলায় পুলিশের বর্বরোচিত হামলায় নিহত সেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম নিহতের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেমে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আব্দুর রহিম নিহতের ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এখন জনগণের ধৈর্যের বাধ ভেঙ্গে গেছে আর এই ভয়ে সরকার পালানোর পথ খূঁজছে।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর শাপলা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সেখানে মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য সাজু আহমেদ, আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলে সহ সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জহির আলম নয়ন, মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর ছাত্রদলের সভাপতি নূর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জীম, মহানগর জাসাস এর আহবায়ক রাসেদ রানা রাসু প্রমুখ।