মাটি মামুনঃ
রংপুর মহানগরীর হারাগাছ থানার পাইকার কাঁচা বাজার এলাকায় র্যাবের মাদক বিরোধী অভিযানে ৫২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়,অদ্য ২১ সেপ্টেম্বর ২০২২ ইং সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন পাইকার কাঁচা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫২৫ পিস ইয়াবাসহ আমিনুর ইসলাম (১৯) পিতা-আক্কাস আলী সাং-পাইকারটারী, থানা-হারাগাছ, আরপিএমপি, রংপুর নামের এক 'মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
র্যাব-১৩, রংপুরের সিপিএসসি মিডিয়া উইং এর সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। এবং গ্ৰেফতারকৃত আসামির বিরুদ্ধে মেট্রোপলিটন হারাগাছ থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।