সত্যের খোঁজে আমরা
মাটি মামুন রংপুর।
রংপুর নগরীর ধাপ শ্যামলীলেন স্বপ্ন জেনারেল হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় শাহিনুর বেগম (৪২)নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় টাকা দিয়ে দফারফা অভিযোগ উঠেছে।
নিহত ওই রোগী গাইবান্ধা জেলার সাদুল্যাপুরের আরিফুর ইসলাম এর স্ত্রী শাহিনুর বেগম।
গতকাল২১শে সেপ্টেম্বর বৃহস্পতিবার স্বপ্ন জেনারেল হাসপাতালে সন্ধ্যায় তার গলায় টিউমার অপারেশন করেন জেনারেল সার্জারীর ডাঃ আমিনুল ইসলাম।
তিনি অপারেশনে ভুল করে রোগী কে সামলাতে না পেরে তড়িঘড়ি করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স যোগে পাঠিয়ে দেন। মেডিকেল নিয়ে আসতে তার মৃত্যু হয়।
রোগীর মৃত্যু খবর শুনে হাসপাতাল ছেড়ে পালিয়ে যান ডাঃ আমিনুল ইসলাম, ম্যানেজার সরিফুল, ও ক্লিনিক এর এমডি রফিকুল ইসলাম।
সংবাদ পেয়ে সাংবাদিক ও ধাপ ফাঁড়ির পুলিশ ঘটনা স্থানে গিয়ে ক্লিনিক কতৃপক্ষের কাউকে না পেয়ে চলে আসেন
পড়ে রাত ৪ টার দিকে স্থানীয় গুন্ডা দ্বারা মৃত্যুর স্বজন দের একধরনে হুমকি ধামকি দিয়ে টাকা ও লাশ দফারফা করেন।
এবিষয়ে ক্লিনিক এর এমডি রফিকুল ইসলাম এর মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন ধরেন নি।
নিহত রোগীর স্বজনরা অভিযোগ করে জানান,গাইবান্ধা জেলার সাদুল্যাপুরের আরিফুর ইসলাম এর স্ত্রী শাহিনুর বেগম কে গত ২০শে সেপ্টেম্বর বুধবার স্বপ্ন জেনারেল হাসপাতালে ২৬ হাজার টাকা ঠিক করে গলায় টিউমার অপারেশনের জন্য ভর্তি করা হয়।
পরদিন বৃহস্পতিবার রাতে ওই হাসপাতালের ডা.আমিনুল ইসলাম, নিজেই রোগীর অপারেশন করেন কিন্তু ভুল চিকিৎসার কারণে শাহিনুরের মৃত্যু হয়।
মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এ সময় ওই ক্লিনিকের মালিক রফিকুল ইসলাম, ডা.আমিনুল ইসলাম, হাসপাতালের চিকিৎসক, নার্স, আয়াসহ সবাই পালিয়ে যান।
পড়ে স্থানীয় নেতাদের মধ্যস্থতায় ওই ক্লিনিকের মালিকপক্ষ রোগীর স্বজনদের টাকা ক্ষতিপূরণ দিয়ে দফারফা করে।
আগেও ওই হাসপাতালে ভুল চিকিৎসায় একাধিক রোগীর মৃত্যুর ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।