রংপুর মহানগরীর আটিয়াটারী এলাকায় অবৈধ টাকার জোরে নক্সা বিহীন বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ কারারক্ষী মোতালেব হোসেন লিপটনের বিরুদ্ধে। এ ঘটনায় কারারক্ষী লিপটনের বিরুদ্ধে অবৈধভাবে নকশা বিহীন টাকার জোরে এলাকায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ রংপুর সিটি কর্পোরেশনের সম্পদ বিভাগে দিলে উল্টো সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর হারা রায় ঘটনা স্থলে উপস্থিত হয়ে বাড়ির সীমানা পার্শ্ববর্তী বাড়ির ওয়াল পেড়িয়ে তিন ফুট ভিতরে সীমানার খুঁটি পুঁতে বিরোধ সৃষ্টি করেছেন দু পক্ষের মধ্যে। এ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়।
সরেজমিনে ঘটনাস্থলে সাংবাদিকরা গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে বিষয় জানতে চাইলে, এলাকাবাসী ও ভুক্তভোগী মন্তাজ অভিযোগ করে বলেন, একজন কাউন্সিল আদালতের আদেশ ছাড়া পার্শ্ববর্তী বাড়ির ওয়াল পেড়িয়ে দুই ফিট সীমানার ভিতরে কিভাবে খুঁটি পুঁতেন। কাউন্সিলর কর্তৃক খুঁটি পুঁতা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লেগেছে। এ ধরনের অমানবিক কাজ করা একজন কাউন্সিলের কাছ থেকে আমরা আশা করিনা। এ বিষয়ে কাউন্সিলর হারাধন রায়ের ফোনে একাধিকবার কল দিলে ফোন রিসিভ না হওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।