খ্রি. বিকাল ১৭.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনায় এসআই (নিঃ) স্বপন কুমার রায় এর নেতৃৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি, রংপুর কোতয়ালী থানাধীন বাংলাদেশ ব্যাংক মোড় সংলগ্ন ‘সড়ক নিবাস’ নির্বাহী প্রকৌশলীর বাসভবনের সামনে পাকা রাস্তার উপর নেশা জাতীয় মাদকদ্রব্য ০১ কেজি ৫০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ও ঠিকানাঃ ০১। মাসুদ রানা (২২), পিতা- মোঃ আব্দুল আলম, মাতা- মোছাঃ শাহেনা বেগম, ০২। রফিকুল ইসলাম (২৩), পিতা- মোঃ সিদ্দিকুর রহমান, মাতা- রহিমা বেগম, উভয় সাং- মিস্ত্রিটারী পশ্চিম রামখানা, ডাকঘর- নাখারগঞ্জ, থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম।
অভিযান-২ঃ
গত ১১/০৮/২০২২ খ্রি. রাত্রি ২০.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে হারাগাছ থানার অফিসার ইনচার্জ জনাব রেজাউল করিম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি, রংপুর হারাগাছ থানাধীন পশ্চিম পোদ্দারপাড়া জলটারী ০১ নং আসামীর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ৮ পুরিয়া হেরোইন, ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ও ঠিকানাঃ ০১। মোছাঃ দুলালী (৩৪), স্বামী- মোঃ হারুনুর রশিদ, সাং- পশ্চিম পোদ্দারপাড়া, ০২। মোঃ আমিরুল ইসলাম, পিতা- মৃত আনারুদ্দিন, সাং- সারাই কাজীপাড়া, উভয় থানা- হারাগাছ, রংপুর মহানগর, রংপুর।
অভিযান-৩ঃ
অদ্য ১২/০৮/২০২২ খ্রি. রাত্রি ০২.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার (পরশুরাম জোন) জনাব মোঃ সোহানুর রহমান সোহাগ মহোদয়ের দিক নির্দেশনায় পরশুরাম থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রবিউল ইসলাম এর অপারেশন পরিকল্পনায় এসআই (নিঃ) শেখ মোঃ মোস্তফা কামাল, এসআই (নিঃ) নন্দন কুমার দাস এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি পরশুরাম থানাধীন নীলকন্ঠ গ্রামস্থ লালপুল ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ রফিকুল ইসলাম (৫০), পিতা- মৃত আবেদ আলী, স্থায়ী সাং- আমাশু কুকরুল (মকসুর মোড়ের পশ্চিমে), থানা- পরশুরাম, এ/পিঃ সাং- ওমরকুঠি মহব্বতখাঁ, থানা- হারাগাছ, রংপুর মহানগর, রংপুর।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে স্ব-স্ব অধিক্ষেত্রের থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন মামলা দায়ের করা হয়।