মাটি মামুনঃ
অদ্য ২৬ নভেম্বর শনিবার ১১ ঘটিকায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, রংপুর’ র সভাকক্ষে রংপুর সিটি করপোরেশন সাধারণ নির্বাচন ২০২২ উপলক্ষে সহকারী রিটার্নিং অফিসার, স্টাফ অফিসার ও সহায়ক কর্মকর্তাগণের জন্য ‘বিশেষায়িত প্রশিক্ষণ’ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
রংপুর মেট্রোপলিটন পুলিশ’র পক্ষ থেকে উক্ত সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম।
সভায় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ সাবিরুল ইসলাম, নির্বাচন কমিশন ‘র সম্মানিত অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম-সচিব ফরহাদ আহমদ খান, রংপুর মেট্রোপলিটন পুলিশ’র উপ-পুলিশ কমিশনার আবু বকর সিদ্দীকসহ রংপুর জেলা ও আঞ্চলিক পর্যায়ে নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ।
নির্বাচন কমিশনার রংপুর সিটি করপোরেশন সাধারণ নির্বাচন ২০২২ উপলক্ষে আয়োজিত ‘বিশেষায়িত প্রশিক্ষণ’ সভায় উপস্থিত সদস্যবৃন্দসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে প্রদত্ত ‘বিশেষায়িত প্রশিক্ষণ’ সংক্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।