রাজনীতি হোক জনসাধারণের কাঙ্ক্ষিত স্বপ্ন। জনসাধারণের যৌক্তিক পরিণতির

রাজনীতি হোক জনসাধারণের কাঙ্ক্ষিত স্বপ্ন। জনসাধারণের যৌক্তিক পরিণতির

যেতে হলে তার জন্য অবশ্যই প্রস্তুতি লাগবে।
নতুন রাজনীতি লাগবে, প্রজন্ম নির্বশীল রাজনীতি লাগবে।
গতানুগতিক রাজনীতি দিয়ে কোনো উন্নতি হবে না!
সুস্পষ্ট উন্নত নতুন কর্মসূচি লাগবে।
দেশকে, দেশের জনগণকে সম্মিলিত ভাবে উন্নতশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে, সারা দেশের জনসাধারণকে রাষ্ট্র গঠনের উদেশ্যে জাতি হিসেবে গড়ে তুলতে, বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠীর সার্বিক উন্নতির এবং জাতি ও রাষ্ট্রের মূলধারায় আসার উপযোগী কর্মসূচি গ্রহণ করতে, সারা দেশের জনজীবনের সমাধান যোগ্য সমস্যা গুলো সমাধান করার জন্য পরিকল্পনা,
এ সবই হবে অভীষ্ট কর্মসূচির মূল লক্ষ।
আগামীর রাজনীতি হোক সুশৃঙ্খল সমৃদ্ধ , সুন্দর, নীতি, নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে। দৃঢ়তার সাথে সামনে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।
তরুণ প্রজন্মের হাতেই এগিয়ে যাবে আগামীর রাজনীতি,এটাই প্রত্যাশা।
গুম, খুন, চাঁদাবাজি, টেন্ডার বাজি, হরতাল, মিছিল, রাজনীতি কেবল শুধুই এগুলো নয়, বরং এগুলোর বিরুদ্ধে হোক আগামীর রাজনীতি।
নতুন ধারার রাজনীতি’তে সবাইকে স্বাগতম🇧🇩
আগামীর রাজনীতি,
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *