রাজশাহীতে সাংবাদিকের উপর হামলায় বিএমডিএর দুই কর্মচারী গ্রেপ্তার।

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলায় বিএমডিএর দুই কর্মচারী গ্রেপ্তার।

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে এটিএন নিউজের রাজশাহী ক্যামেরাপারসন রুবেল ইসলামের উপর হামলার দায়েরকৃত মামলায় দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৯ সেপ্টেম্বর সোমবার ভোর চারটার দিকে ঢাকার মোহম্মদপুর এলাকায় অবস্থিত বরেন্দ্র বহুমখি উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রেস্ট হাউজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার ২ নং আসামী বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের ভান্ডার রক্ষক জীবন (২২) ও নির্বাহী পরিচালকের গাড়ির ড্রাইভার আব্দুস সবুর (৪৭)।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, মামলা হওয়ার পর তারা পালিয়ে ছিলো। তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজপাড়া থানা পুলিশের একটি টিম ঢাকার মোহাম্মপুর এলাকায় অবস্থিত বিএমডিএর রেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে গ্রেপ্তারকৃত আসামীদের নিয়ে পুলিশ রাজশাহীর উদেশ্যে রওনা হয়। তারা আসার পর
তাদের আদালতে চালান করা হয়েছে। আদালত তাদের জামিন নামুন্জর করলে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান রাজপাড়া থানা ওসি।
উল্লেখ থাকে যে গত ০৫ সেপ্টেম্বর রাজশাহী বরেন্দ্র উন্নয়ন বহুমুখী প্রকল্পে সাংবাদিকদের ওপরে হামলার মামলায় ২ আসামীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *