মাটি মামুনঃ
গতকাল ১৯ অক্টোবর ২০২২ বিকালে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন ০২ নং- কাকিনা ইউপি, ওয়ার্ড নং-২ সাং- কাকিনা বাজার টু কাকিনা হাটগামী পাকা রাস্তা সংলগ্ন জনৈক প্রোঃ মোঃ বাদশা মিয়ার মালিকানাধীন ”মেসার্স মাইদুল” এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১৮৩ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী শামীম মিয়া (২৩)কে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
ধৃৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।