দিনাজপুর হাকিমপুর প্রতিনিধ
মোঃ ওয়াজ কুরনী
র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরের হিলি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। রোববার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোকলেদা খাতুন, উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী,বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম,প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন।
এসময় সেখানে অতিরিক্ত কৃষি অফিসার আরজেনা বেগম,পানামা পোর্ট এর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক,প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এসময় বক্তারা সেদিনের সেই স্মৃতি তুলে ধরেন ও কিভাবে পাকহানাদার বাহিনীর কাছ থেকে হিলি মুক্ত হয়েছিল বীর মুক্তিযোদ্ধাগন সেই আলোচনা করেন